আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উখিয়ার নিখোঁজ ৪ জেলের জীবিত কিংবা মৃত এক মাসেও খোঁজ মিলেনি: পরিবারে আহাজারি


শ.ম.গফুর:

উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া সীমান্তের নাফনদী থেকে ধরে নিয়ে যাওয়া ৫ জেলের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা গেলেও ১মাসেও বাকি ৪ জনের খোঁজ মেলেনি। এ নিয়ে তাদের পরিবারের সদস্যরা রয়েছেন চরম উৎকণ্ঠায়। শেষ হচ্ছে না তাদের দুশ্চিন্তা আর কান্নার আহাজারি।
জানা গেছে,গত ১৪ নভেম্বর উপজেলার পালংখালী আঞ্জুমান পাড়াসংলগ্ন নাফ নদীতে ৫ জেলে মাছ ধরতে গেলে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি ৫ জেলেকে আটক করে নিয়ে যায়।

এর দু’দিন পর আটক জেলে সৈয়দুল বশরের গুলিবিদ্ধ মরদেহ ভাসমান অবস্থায় নাফনদ থেকে উদ্ধার করে তার পরিবারের সদস্য ও উখিয়া থানা পুলিশ। অপর নিখোঁজ জেলেরা হলেন, উপজেলার পালংখালী ইউনিয়নের মিয়ানমার সীমান্ত ঘেঁষা আঞ্জুমান পাড়া এলাকার সাইফুল ইসলাম, লুৎফর রহমান, মো. ইউসুফ ও ইউসুফ জালাল।৪ জেলে ফিরে আনার ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ করেছেন তাদের পরিবার।

উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসমিন তাসিন বলেন, আটক জেলেদের বিষয়টি ঊর্ধ্বতন কতৃর্পক্ষকে জানানো হয়েছে, নিখোঁজ জেলেদের বিষয়ে আমরা কাজ করছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর