শ.ম.গফুর>>> কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে টয়লেটের ভেতর থেকে একই পরিবারের মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।নিহতরা হলো,উখিয়ার কুতুপালং ৩নং ক্যাম্পের এফ-৭৫ ব্লকের রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম(৫৫) ও সুবাইদা বেগম( ১৮)। তারা সম্পর্কে মা-মেয়ে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন।১৪ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার ( সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার) মৃত্যুঞ্জয় দে সজল জানান, কি কারণে এ ঘটনা, তদন্ত চলমান রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply