আজ ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৫শ’ বস্তি পুড়ে ছাঁই


শ.ম.গফুর:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক শিশুর মৃত্যুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। ইতোমধ্যে কয়েকশ ঘরবাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লম্বাশিয়া ক্যাম্প-সি ব্লকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন। তিনি বলেন, ‘ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশকিছু ঘরবাড়ি পুড়ে গেছে। এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। এ ঘটনায় পুলিশ এক রোহিঙ্গা শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

রোহিঙ্গারা জানান, দুপুরে উখিয়ার লম্বাশিয়া-১ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের একটি বসতঘরে হঠাৎ আগুন লেগে যায়। এরপর আগুন ক্যাম্পটির আশপাশের বসতঘরসহ অন্যান্য স্থাপনায় দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় ৫শ’ ঘরবাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছেন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’-এর চেয়ারম্যান ডা. মোহাম্মদ জোবায়ের। তিনি বলেন, ‘আগুনে পুড়ে এক শিশু মারা গেছে। আরও ৪/৫জন আহত হয়েছেন। এখনও পুরোপুরি আগুন নেভানো যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর