আজ ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মাদকের লেনদেন: ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩


শ.ম.গফুর: উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদক বেচাকেনার নিয়ে বাকবিতন্ডা থেকে ছুরিকাঘাতে নুরুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।নিহত নুরুল ইসলাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২ ই এর বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, মঙ্গলবার (২২ এপ্রিল) রাত অনুমান সাড়ে ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২/ ই সংলগ্ন আমগাছতলা এলাকায় মাদক বেচাকেনার বিষয়ে বাকবিতন্ডায় ছুরিকাঘাতে সালেহ নামক রোহিঙ্গা মুদি দোকানী নুরুল ইসলাম’কে ডেকে নেন। এসময় রোহিঙ্গা নুরুল আজিম (৩০), সৈয়দুল আমিন প্রকাশ কালা সোনা মিয়া (৪০), মো. সাদেক (২০), মো. কায়সার (১৯) এবং মুদি দোকানি সালেহ তাকে এলোপাথাড়ি ধারালো চাকু দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর জখম করেন।খবর পেয়ে আহত নুরুল ইসলামের বড় ভাই রিদোয়ান (২৭ ) এবং বন্ধু ফারুক (২২) তাদের উদ্ধার করতে গেলে হামলাকারীরা তাদেরকেও কুপিয়ে রক্তাক্ত জখম করেন। আহত ৩ জনকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মো. রিদোয়ান এবং ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অপর গুরুতর আহত নুরুল ইসলাম বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।তিনি আরও বলেন, নুরুল ইসলামের মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সৈয়দুল আমিন প্রকাশ কালা সোনা মিয়াকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর