আজ ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় বৈশালী হ্যাচারীতে ট্রান্সফরমার চুরি করতে যুবকের মৃত্যু!


ভ্রাম্যমাণ প্রতিবেদক >>> উখিয়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক শকে এক যুবকের মৃত্যু হয়েছে৷বুধবার (৫ মার্চ) সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া এলাকায় বৈশাখী চিংড়ী হ্যাচারির পরিত্যক্ত ভবনে এ ঘটনা ঘটে৷নিহত যুবক উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিদানিয়া এলাকার মৃত মোঃ ইলিয়াছ পুত্র আরাফাত(২৪)।ইনানীস্থ বৈশাখী হ্যাচারীর পাহারাদার জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে ৪টা বা ৫টার দিকে হ্যাচারীর পাশে থাকা ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক শকে মাটিতে পড়ে থাকতে দেখতে পাই এক যুবক’কে পরে স্থানীয় ও পুলিশকে খবর দিয়ে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ এরআগেও কে বা কারা একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়৷ এখানে আরও ৩ থেকে ৪ জন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ইনানী পুলিশ ফাঁড়ি ইনচার্জ দুর্জয় সরকার জানান, সকালে খবর আসে একজন বৈদ্যুতিক শকে মাটিতে পড়ে আছে৷ ঘটনাস্থলে আসতে আসতে স্থানীরা হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর