আজ ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

উখিয়ায় প্রথম নারী এসিল্যান্ড তাসিন


শ.ম.গফুর, ভ্রাম্যমাণ প্রতিবেদক:

উখিয়ায় বালু বিহীন বালু ইজারা,খাস কালেকশনের নামে টাকা উত্তোলন সহ নানা বিতর্কের জন্ম দেওয়া উখিয়ার সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমেদকে বদলী করা হয়েছে।তাকে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে বদলী করা হয়েছে মর্মে এক আদেশের জারীকৃত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সালেহ আহমেদ’র চেয়ারে বসতে যাচ্ছেন ৩৮ তম বিসিএসের (প্রশাসন) কর্মকর্তা যারীন তাসনিম তাসিন।তিনি সীমান্ত উপজেলা উখিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত করা হয়েছেন।বুধবার (৩০ অক্টোবর) , চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বর্তমান সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ কে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে বদলি করা হয়েছে।
সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) তাহমিনা আকতার স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

১৯২৬ সালে উখিয়া থানা গঠিত হয় এবং ১৯৮৩ সালে থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয়।উপজেলা হওয়ার ৪১ বছর পর এই প্রথম কোনো নারী হিসেবে লালমনিরহাট জেলার বাসিন্দা যারীন তাসনিম তাসিন উখিয়ার এসিল্যান্ডের চেয়ারে আসীন হতে যাচ্ছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর