আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় চারশ দরিদ্র-অসহায় মানুষকে চিকিৎসাসেবা দিলো নৌবাহিনী


শ.ম.গফুর: মানবিক সেবার প্রত্যয়ে জনকল্যাণমূলক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেব উখিয়া উপজেলার ইনানী নৌ-কন্টিনজেন্ট এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

রবিবার (২৭ এপ্রিল) কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের তত্ত্বাবধানে এবং ‘বানৌজা পতেঙ্গা’ ও ‘সম্মুখ ঘাঁটি কক্সবাজার’-এর ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।

ক্যাম্পে উখিয়ার বিভিন্ন এলাকা থেকে আসা শিশু, নারী ও পুরুষসহ প্রায় ৪০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধপথ্য সরবরাহ করা হয়। অভিজ্ঞ চিকিৎসক দল আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষের রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করেন।এ ধরনের মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দারা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, তারা দেশের দুর্গম দ্বীপাঞ্চলসহ বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর