আজ ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় চাকমা নারীকে ধর্ষণচেষ্টা: রোহিঙ্গা যুবক আটক


শ.ম.গফুর: উখিয়ায় চাকমা নারীকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এতে অভিযুক্ত এক রোহিঙ্গা যুবক’কে আটক করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পালংখালী ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকা তেলখোলাতে এ ঘটনা ঘটে।আটক যুবকের নাম ছৈয়দুল ইসলাম। সে ১১নং আশ্রয়শিবিরের ডি-৪ ব্লকের বাসিন্দা সুলতান আহমদের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ১১ নং রোহিঙ্গা ক্যাম্পের এক যুবক ৩০ বছর বয়সী এক চাকমা নারীকে ধর্ষণের চেষ্টা করেন। তারা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন জানিয়েছেন, আমার ওয়ার্ডে একজন চাকমা নারী’কে এক রোহিঙ্গা যুবক একা পেয়ে ধস্তাধস্তি-জবরদস্তি করে ধর্ষণের চেষ্টা করেছে। পরে নারীটির চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করে এবং যুবককে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।উখিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, তেলখোলা পাহাড়ি এলাকায় এক চাকমা নারীকে ধর্ষণের চেষ্টায় এক রোহিঙ্গা যুবক’কে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা রুজু করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর