আজ ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়া কলেজে বর্ণাঢ্য ঘুড়ি উৎসব:মেতে উঠেন সাবেক হুইপ শাহজাহান চৌধুরীও!


শ.ম.গফুর >>> প্রবল বাতাসের উচ্ছাসে নীল আকাশের নিচে দাঁড়িয়ে উড়াচ্ছিল বিভিন্ন আকার-আকৃতির রংবেরঙের ঘুড়ি। এমন বর্ণিল ঘুড়ি ওড়ানোর সুযোগ পেয়ে শৈশবে ফিরে গেলেন শিক্ষক-শিক্ষার্থীসহ দর্শনার্থীরা।এমন আনন্দ উচ্ছাস আর আবহ তৈরি হয়েছিল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উখিয়া কলেজ মাঠে।শৈশবের এ ঘুড়ি উৎসবে মিলিত হয়েছিল শিক্ষার্থী, শিক্ষক ও মুক্ত দর্শনার্থীরা। যেনো মুক্ত আকাশ ভরে ওঠে রঙিন সব ঘুড়ির মেলায়। কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া এ উৎসবের আয়োজন করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)।ঘুড়ি উৎসবে উখিয়া কলেজের শিক্ষার্থীরা ছয়টি দলে বিভক্ত হয়ে ৩০জন অংশগ্রহণ করেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উখিয়া কলেজ গভর্ণিং বডির সভাপতি শাহজাহান চৌধুরী।এ সময় তিনি বলেন, ‘কালের পরিক্রমায় এসব উৎসব আমরা হারাতে বসেছি। এ ধরনের উৎসব শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বাড়িয়ে দিবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ বিনির্মাণে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উখিয়া কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহ আলম বলেন, ‘এটি শুধুই উৎসব নয়, একটি মিলন মেলাও বলা চলে। এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রাম বাংলার হারানো ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারছেন শিক্ষার্থীরা।তিনি আরো বলেন, ‘শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। যান্ত্রিক জীবনে এই উৎসব শিক্ষার্থীদেরকে উৎফুল্ল করে তুলবে। ফলে শিক্ষার্থীরা পড়ালেখার প্রতি আরো মনযোগী হবে বলে আমরা আশাবাদী।ঘুড়ি উৎসবে উপস্থিত ছিলেন উখিয়া শিক্ষক পরিষদের সেক্রেটারী ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ছৈয়দ আকবর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক নবী হোসাইন, ইতিহাস বিভাগের অধ্যাপক তহিদুল আলম সহ অনেকেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর