আজ ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদগাঁওতে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন


শেফাইল উদ্দিন: দৈনিক আমার দেশের মজলুম ও সাহসী সম্পাদক মাহমুদর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১টিভির স্বত্বাধিকারী আওয়ামী দোসর মোস্তফা কামাল কর্তৃক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে কক্সবাজারের ঈদগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৫ এপ্রিল ) বাদে আছর ঈদগাঁও বাস স্টেশনে আমার দেশ পাঠকমেলা ও উপজেলা ইমাম সমিতির যৌথ উদ্যোগে আমার দেশ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি আনোয়ার হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ:সেলিম উদ্দীন,সাবেক সাধারণ সম্পাদক মোঃ: মিজানুর রহমান আজাদ,ইমাম সমিতি সভাপতি মৌলানা এনামুল হক ইসলামাবাদী,সহ-সভাপতি মৌলানা মমতাজ আহমদ,উপজেলা জাতীয় নাগরিক কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট এসকে ফারুকী,এডভোকেট মোবারক সাঈদ, তারেকুর রহমান,ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক এইচ এন আলম,শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা রুবেল মাহমুদ, ঈদগাঁও মানবিক কল্যাণ ফাউন্ডেশন আইন বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দীন, উপজেলা যুব অধিকার পরিষদ সভাপতি মনছুর আলম,ইমাম সমিতি সহ-সভাপতি মাওলানা ওয়াক্কাস,মাওলানা ফরিদুল আলম প্রমুখ।

উল্লেখ যোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আল নোমান,ডেন্টিস্ট তারেক, ইন্সুরেন্স কর্মকর্তা নাছির মিয়া, জুলাই বিপ্লব যোদ্ধা নওশাদ মোহাম্মদ ফারুক, গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আলা উদ্দিন ,আজিজুর রহমান রাজু, সেলিম আহমদ, আবু বকর ছিদ্দিক, ফাহিম ইসতিয়াক হাদি ও প্রবাসী রফিকুল ইসলাম। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচারের দোসর, মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও একাত্তর টিভির মালিক অবৈধ টাকা পাচারে জড়িত ভারতীয় এজেন্ট মোস্তফা কামাল কর্তৃক আমার দেশের সম্পাদক ও প্রকাশক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান ও অন্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন,কার ইশারায় কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য মেঘনা গ্রুপের চেয়ারম্যান মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করার দু:সাহস দেখিয়েছেন তাকে আইনের আওতায় এনে তা তদন্ত করতে হবে। অন্যতায় দেশপ্রেমিক জনগণ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর