আজ ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ইপিজেডে বিদেশি মদসহ গ্রেপ্তার ১, মাইক্রোবাস জব্দ


নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ইপিজেডে ১৬৮ লিটার বিদেশি মদসহ মোঃ সবুজ মিয়া (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) ইপিজেড থানাধীন আকমল আলী বেড়িবাঁধ সুইচগেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারউজ্জামান।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ আলী জানিয়েছেন, আলী খাল পাড় থেকে বিদেশি মদ (হুইস্কি) সংগ্রহ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন বারে বেশী দামে বিক্রি করতেন তিনি। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারউজ্জামান বলেন, অভিযান চালিয়ে বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর