বিশ্ব বলয়ের মাঝে মাঝে অসামান্য বিরল কিছু মানুষের দেখা মেলে। যাঁরা সাধারণ জীবন যাপনের মধ্যে দিয়ে বেড়ে উঠে। একসময় শ্রম-মেধা সৃজনশীলতা সর্বোপরি জনকল্যাণ দায়িত্ববোধের সর্বোচ্চ প্রকাশ দেখিয়ে গভীর স্বপ্নবিলাসী আত্মজিজ্ঞাসার সার্থক বাস্তবায়ন ঘটিয়ে জাগিয়ে তোলেন জনপদ-জনসমাজ, জনগোষ্ঠী এবং স্বদেশকে।আমিলাইশ এর প্রান্তিক অঞ্চলের পিছিয়ে পরা মানুষগুলোকে টেনে তুলতে এই বরেণ্য ব্যক্তিরা তাঁদের ব্যক্তিজীবনকে উৎসর্গ করে গেছেন। তাইতো আজো তাঁদের শূণ্যতায় উত্তাল হাওয়ায় আকাশ মেঘাচ্ছন্ন। সময়ের ক্রমান্বয়ে রাস্তাঘাট কালভার্ট নির্মাণে আমিলাইশ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের পিছিয়েপড়া জনগোষ্ঠীকে নতুনদিনের নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিতে বাহুবলে উদিয়মান সূর্যরশ্মির মতো উদিত হয় একটি মানব সূর্যের।
সেই মানব সূর্যটি হচ্ছেন সাতকানিয়া উপজেলার ৫ নং আমিলাইশ ইউনিয়নের সুযোগ্য সফল চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক চৌধুরী, আমিলাইশ ইউনিয়নের সকলের প্রিয় মুখ সদা হাস্যজ্জল, মা মাটি ও মানুষের প্রিয় ব্যক্তিত্ব সকলের প্রিয়। গরীব অসহায় হতদরিদ্র মানুষের প্রিয় মুখ আমিলাইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক চৌধুরী জম্মদিনে শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ কামনা।
ভক্ত-অনুসারী, কর্মী-সমর্থক ও শুভাকাঙ্খীদের কাছে আমিলাইশ ইউনিয়ন পরিষদের অভিভাবক প্রিয় মানুষ আলহাজ্ব মোজাম্মেল হক চৌধুরী সাহেবের জন্মদিন মানেই বিশেষ কিছু, যা আসে প্রতিবছরে মাত্র একবার। কিছু কিছু মানুষ আছে যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করতে। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক,পারিবারিক কিংবা মানবসমাজের প্রতিটি বন্ধনে বেঁধে রাখে আশপাশের মানুষ গুলোকে। পঙ্কিলতা যাদের কখনও স্পর্শ করে না। মন হয়না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি, ঠিক সেরকম একজন অতি সাধারন মানুষ আমিলাইশ ইউনিয়ন এর সর্বজনীন প্রিয় ব্যক্তিত্ব আলহাজ্ব মোজাম্মেল হক চৌধুরী। যে কিনা দলমত নির্বিশেষে সকলের বিপদে এগিয়ে আসে। তিনি বাহুবলবাসীর এক উজ্জ্বল নক্ষত্র। আমরা তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। জন্ম দিনে প্রত্যশা রইল পুরো ইউনিয়ন ইউনিয়ন তেকে উপজেলায় চড়িয়ে পড়ুক আপনার সহযোগিতার হাত। জন্মদিনে চাটগাঁর সংবাদ পত্রিকার পরিবারের পক্ষ থেকে জানাই অবারিত সুন্দরের নিরন্তর শুভেচ্ছা।
আহসান উদ্দিন পারভেজ:
Leave a Reply