আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিল্পী আসিফের গানের মডেল সেই ভাইরাল কন্যা ফারজানা 

শিল্পী আসিফের গানের মডেল সেই ভাইরাল কন্যা ফারজানা 


শিল্পী আসিফের গানের মডেল হলেন জুলাই আন্দোলনের সেই ভাইরাল কন্যা ফারজানা

রাজপথে কোটা আন্দোলনের সময় ইতিবাচক ভূমিকা রাখার জন্য বিশেষিত হয়েছিলেন ‌‘কুইন’, ‘বাঘিনী, ‘আয়রন লেডি’ বিশেষণে। আন্দোলনের সময় ভাইরাল হওয়া এক ভিডিওতে ফারজানা সিঁথি দরাজ কণ্ঠে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করছেন, ‘আপনারা কি কোটার পুলিশ?’। তবে তিনি নেতিবাচকভাবেও পরবর্তী সময়ে ভাইরাল হন।

আগস্ট মাসের মাঝামাঝি একটি ঘটনাকে কেন্দ্র করে একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন ফারজানা সিঁথি। দুঃখও প্রকাশ করেছিলেন তিনি। এবার এই শিক্ষার্থীকে মিউজিক ভিডিওতে দেখা যাবে। তাও আবার দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গানে। আর সিঁথির সঙ্গে গানে সহমডেল থাকছেন শেখ সাদী।

বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ আকবর। গানের কথাগুলো এমন- ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা, ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার, ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার, তুমি আমার এ পৃথিবী, তুমি ছাড়া আজ সব অচেনা।

গানের সুর ও সংগীত করেছেন রাজীব ও মোনা। কথা লিখেছেন বুদ্ধাদিত‍্য মুখার্জি ( বাংলা), শাদাব আখতার (বেপানা দিল- হিন্দি)। আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।

এ বিষয়ে আসিফ আকবর বলেন, ‘মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি- দুই ভার্সনেই রিলিজ হবে।গানের রেকর্ডিং হয়েছে আরো পাঁচ মাস আগে। এখন শুরু হবে গানের শুটিং।’

তিনি আরো বলেন, ‘নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন্যা ফারজানা সিঁথি ও তরুণ সংগীতশিল্পী শেখ সাদীকে। গানের শুটিং হবে শালদহ ইকো রিসোর্ট, গাজীপুরে। ভিডিও পরিচালনা করবেন স্নেহের সৌমিত্র ঘোষ ইমন। আবার গানে গানে মুখর হয়ে উঠুক আমাদের পরিবেশ, প্রতিবেশ।’

আরো পড়ুন

বিনোদন ডেস্ক :

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর