আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আবুল কালাম তালুকদারের কাব্যগ্রন্থ ‘জলছবির প্রেম’ বইয়ের মোড়ক উন্মোচন


নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য আয়োজনে কবি ও ঔপন্যাসিক আবুল কালাম তালুকদারের কাব্যগ্রন্থ ‘জলছবির প্রেম’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েহে ।গতকাল সন্ধ্যায় কবির পরিবার ও লাবণ্য প্রকাশের উদ্যোগে নগরীর থিয়েটার ইনস্টিটিউট এর গ্যালারি হলে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয় ।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক নাসরিন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড সুকান্ত ভট্টাচার্য । মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও নাট্যকার অভিক ওসমান ।

কবি ও আবৃতিশিল্পী প্রতিমা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফরিদুল আলম হোসাইনি,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া করিম ,বৈলতলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল আলম বাচা ।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক- সহকারী শিক্ষক ও কবির পরিবার – আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা আবুল কালাম তালুকদারের লিখা বইটির ভূয়সী প্রশংসা করেন।সেইসাথে তার উত্তরোত্তর সফলতা কামনা করেন।

২০২৩ সালে আবুল কালাম তালুকদারের ১ম কাব্যগ্রন্থ ‘চিঠি দিলাম বেলা শেষে’ ও কাব্য উপন্যাস ‘কাঠগড়ায় দাঁড়িয়ে বলছি ‘ প্রকাশিত হয়। কবির লেখা ‘জলছবির প্রেম’ বইটি অমর একুশে বই মেলার ৭৩ নং স্টল ‘লাবণ্য প্রকাশ’ এ এবং আন্দরকিল্লা বুক কালেকশনে পাওয়া যাবে ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর