আজ ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তারা বাংলা ভাষার জন্য আত্মত্যাগ: বিশ্বে ভাষা আন্দোলনের বিরল দৃষ্টান্ত


নিউজ ডেক্স >>> মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং সংবাদ সারাদিন চট্টগ্রাম মিডিয়ার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় বায়েজিদ বোস্তামী থানাধীন অনন্যা স্কয়ার মিলনায়তনে “আমাদের মাতৃভাষা ও অদম্য বাংলাদেশের গল্প” শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে সংবাদ সারাদিন চট্টগ্রাম মিডিয়া।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু।উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মোহনা টেলিভিশনের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান,সিনিয়র সাংবাদিক জনাব আলী আহমেদ শাহীন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট ওসমান এহতেসাম, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মো. ফারুক আহমেদ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশ সমাচারের ক্রাইম রিপোর্টার ও চট্টগ্রাম মিডিয়ার সম্পাদক ছৈয়দুল করিম খান,আর সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম মিডিয়ার চেয়ারম্যান সৈয়দ মিজানুর রহমান সাঈদ।আলোচনা সভায় বক্তারা বলেন, “বাংলা ভাষার জন্য আত্মত্যাগের যে গৌরবোজ্জ্বল ইতিহাস, তা শুধু বাংলাদেশ নয়,সারা বিশ্বে ভাষা আন্দোলনের এক বিরল দৃষ্টান্ত। মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থেকেই আমাদের ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল,যার চূড়ান্ত ফল ছিল ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির আত্মত্যাগ।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর