আজ ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ারায় ভাড়া বাসা থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার


আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় একটি ভাড়া বাসা থেকে হাবিবুর রহমান (৫৬) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চায়না ইকোনমিক জোনের গেট সংলগ্ন হামিদুর রহমান ম্যানসন নামে একটি ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

হাবিবুর রহমানের বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী জানান, আমার স্বামীর প্রথম স্ত্রী মারা গেলে দুই বছর আগে আমাকে বিয়ে করেন। আমাদের সংসারে হাসিবুর রহমান নামে এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে। আমার স্বামী আগে এস আলম গ্রুপে চাকরি করতেন। সম্প্রতি তিনি ইট-বালি সরবরাহের ঠিকাদারি ব্যবসা শুরু করেন। গত সপ্তাহে আমি আমার মায়ের বাসায় যাই। দুই-তিন দিন ধরে স্বামীকে মোবাইলে কল দিলেও তিনি ধরেনি। আমি মনে করছি রাগ করে ধরছে না। আজ দুপুরে পুলিশ ফোনে জানাল আমার স্বামী মারা গেছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নিহত হাবিবুর রহমান অবসরপ্রাপ্ত সেনা সদস্য। ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। বাসা থেকে গন্ধ বের হলে বাড়ির মালিক পুলিশকে খবর দেয়। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর