আজ ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

বোয়ালখালীতে জনপ্রতিনিধি জাহেদ নওশাদ সালমা


অনলাইন ডেস্কঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন হেলিকপ্টার প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী মো. জাহেদুল হক।

উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বেসরকারি ফলাফলে মো. জাহেদুল হক পেয়েছেন ৩০ হাজার ৫৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী মো. শফিক পেয়েছেন ১৯ হাজার ১১০ হাজার ভোট।

এ ছাড়া মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল আমিন চৌধুরী পেয়েছেন ৯ হাজার ২৫১ ভোট, দোয়াত কলম প্রতীক নিয়ে রেজাউল করিম পেয়েছেন ১১ হাজার ৫৩৭ ভোট, ঘোড়া প্রতীক নিয়ে মো. শফিউল আলম পেয়েছেন ৫ হাজার ৩৬১ ভোট, কাপ পিরিচ প্রতীক নিয়ে এস এম সেলিম পেয়েছেন ৮৩৪ ভোট ও টেলিফোন প্রতীক নিয়ে এস এম নুরুল ইসলাম পেয়েছেন ৪৭৫ ভোট।

আরও পড়ুন বোয়ালখালীর ভাঙন রোধ প্রকল্পের অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা আবদুচ ছালাম এমপির

উপজেলা পরিষদ নির্বাচনে টিউবওয়েল প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী মীর নওশাদ ৩১ হাজার ৩১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীক নিয়ে মো. সেলিম উদ্দীন পেয়েছেন ১৪ হাজার ৪৩৮ ভোট। এ ছাড়া টিয়া পাখি প্রতীক নিয়ে মো. শফিকুল আলম পেয়েছেন ৫ হাজার ৩৭৬ ভোট, উড়োজাহাজ প্রতীক নিয়ে সজল কান্তি চৌধুরী পেয়েছেন ১২ হাজার ৩৭১ ভোট।

অপরদিকে ফুটবল প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উম্মে সালমা পেয়েছেন ৩১ হাজার ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীক নিয়ে শামীম আরা বেগম পেয়েছেন ২৮ হাজার ৪০১ ভোট। এ ছাড়া কলস প্রতীক নিয়ে মর্জিনা বেগম পেয়েছেন ১৫ হাজার ৯৬৭ ভোট।

তথ্যসূত্র: কালের কণ্ঠ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর