আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বকাপের শুভেচ্ছাদূত যুবরাজ সিং


স্পোর্টস ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল ও কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্টকে শুভেচ্ছাদূত করার ঘোষণা আগেই দিয়েছিল আইসিসি। এবার ভারতের একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিংকেও শুভেচ্ছাদূত করার ঘোষণা দিল সংস্থাটি।

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রচারণামূলক বিভিন্ন অনুষ্ঠানে থাকবেন তিনি। আগামী ৯ জুন অনুষ্ঠেয় ভারত-পাকিস্তান ম্যাচেও থাকবেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরেই শিরোপা জেতে ভারত। যার নায়ক ছিলেন যুবরাজ। আসরে ৬ ম্যাচে ২ ফিফটিতে ১৪৮ রান করেছেন এই তারকা। এই টুর্নামেন্টেই স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন তিনি। গ্রুপপর্বের সেই ম্যাচে ১২ বলে ফিফটি পেয়েছিলেন যুবরাজ।

সেমিফাইনালেও উজ্জ্বল ছিলেন বাঁহাতি এই ব্যাটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০ বলে খেলেছিলেন ৭০ রানের খুনে ইনিংস। ফাইনালে যদিও জ্বলে উঠতে পারেননি। করেছেন মাত্র ১৪ রান। তবে তাতেও শিরোপা জিততে অসুবিধা হয়নি ভারতের।

আইসিসিরি শুভেচ্ছাদূত হয়ে উচ্ছ্বসিত যুবরাজ। এই অলরাউন্ডার বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে মজার কিছু স্মৃতি আছে আমার, যার মধ্যে আছে ৬ বলে ৬ ছক্কা। এবারের আসর হতে যাচ্ছে সবচেয়ে বড় (২০টি দল খেলবে, এখনো পর্যন্ত সর্বোচ্চ) , যার অংশ হতে পেরে রোমাঞ্চিত।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর