অনলাইন ডেস্কঃ নানা আয়োজনে সারাদেশে যুব মহিলা লীগের তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ২০০২ সালের এই দিন ছাত্রলীগের এক ঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে প্রতিষ্ঠিত হয় যুব মহিলা লীগ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনটি জানিয়েছে, যুব মহিলা লীগ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল নারী সমাজকে এই সংগঠনের পতাকাতলে একত্রিত করে সকল বাধা জয় করে নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিসহ সকল অত্যাচার-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।
আরও পড়ুন নতুন নেতৃত্ব পেলো যুব মহিলা লীগ
এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি। এজন্য দলীয় কমান্ড (কেন্দ্র) থেকে তৃণমূল পর্যায়ে নির্দেশ দেয়া হয়েছে।
Leave a Reply