সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রাম-১৫ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন লাভ করায় প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপিকে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, আলেম- ওলামা, পেশাজীবীসহ সর্বস্তরের জনগণের পক্ষ হতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে সংবর্ধনা প্রদান করা হয় গত সোমবার।
এ সময় সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মোহাম্মদ ইদ্রিছ, যুগ্ম সম্পাদক এডভোকেট জহির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ আঙ্গুর, দক্ষিণ জেলা সদস্য ও সাতকানিয়া উপজেলা সহ- সভাপতি মাস্টার ফরিদুল আলম, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আবু জাফর, জসিম উদ্দিন, সরওয়ার উদ্দিন চেয়ারম্যান, আখতারুজ্জামান কায়সার, এরফানুল করিম চৌধুরী, আবদুল আলিম প্রমুখ।
দুপুরে মোটর শোভাযাত্রাসহকারে পিতা আল্লামা ফজলুল্লাহ (রাহ.), চুনতির শাহ সাহেব (রাহ.) ও প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদিনের কবর জেয়ারতের উদ্দেশে লোহাগাড়া অভিমুখে রওয়ানা দেন।
Leave a Reply