আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ) এর উদ্যােগে যুব সম্মেলন


উন্নয়ন সংগঠন ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ) এর উদ্যোগে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় ‘টেকসই উন্নয়নের লক্ষ্যে যুব শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত। নগরীর বাকলিয়া এলাকার সিলভার প্যালেস কমিউনিটি হল ২৬জুন (মঙ্গলবার) অনুষ্ঠিত উক্ত সম্মেলনে স্থানীয় কাউন্সিলর, বিভিন্ন সরকারি সেবা সংস্থার কর্মকর্তা, কারিগরী প্রশিক্ষণ প্রদানকারী বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, সমাজের প্রান্তিক পর্যায়ের নারী ও শিশু প্রতিনিধি এবং বাকলিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ০৮নং, ১৯নং ও ৩৫ নং ওয়ার্ডের যুব সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), মুহাম্মদ আনোয়ার পাশা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল’ ফ্যাকাল্টির সাবেক ডীন প্রফেসর এ বি এম আবু নোমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট, গবেষক ড. শামসুদ্দিন শিশির, ৩৫ নং বক্সির হাট ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের অধ্যক্ষ লুৎফর রহমান এবং চীফ ইন্সট্রাক্টর সুব্রত দাশ। যুব সংগঠনগুলোর মধ্যে উপস্থিত ছিলেন উষার আলো যুব সংঘ, ইয়ুথ ভয়েস অব চট্টগ্রাম, কর্ণফুলী যুব সংঘ, প্রজাপতি যুব সংঘ, শতদল যুব সংঘ, একশন ফর ইয়ুথ ক্লাব, সৃজনশীল যুব সংঘের সদস্যবৃন্দ। উক্ত কার্যক্রম সমন্বয় করেন প্রকল্প ব্যবস্থাপক জোনাইদ আলী, স্পন্সরশীপ অফিসার বিষু চক্রবর্তী ও প্রজেক্ট অফিসার স্বরস্বতী সরকার।

ইতিবাচক পরিবর্তনের জন্য যুব সম্প্রদায়, কমিউনিটির পিছিয়ে থাকা জনগোষ্ঠী এবং মূল স্টেকহোল্ডারদের একত্রিত করনের মাধ্যমে কারিগরি শিক্ষায় যুবদের অভিগম্যতা বাড়ানো, পরিবেশ দূষণ হ্রাসে সবুজ উদ্যোগ গ্রহনের প্রয়োজনীয়তা এবং আন্ত: সম্প্রদায়িক সম্প্রীতিকে উৎসাহিত করার মাধ্যমে প্রান্তিক যুবদের ক্ষমতায়ন করার লক্ষ্যে আয়োজিত উক্ত সম্মেলনে যুবদের নেতৃত্বে বাকলিয়া এলাকায় সবুজ উদ্যোগ গ্রহনের চ্যালেঞ্জ সমূহ তুলে ধরে রিসার্চ প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরবর্তীতে কারিগরি শিক্ষার বিষয়ে বাকলিয়া এলাকার যুবদের উপর পরিচালিত একটি পরিস্থিতি বিশ্লেষন পরবর্তী তথ্য উপস্থাপন করেন যুব দলের সদস্য তাসলিমা আকতার এবং করিমুল ইসলাম। সম্মেলনে প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষায় সবুজ উদ্যোগ গ্রহনে এবং কারিগরি শিক্ষায় যুবদের অভিগম্যতা বৃদ্ধিতে বাকলিয়া এলাকার যুবদের এই উদ্যোগ তাদের সময়োপযোগী মননশীলতার পরিচায়ক। পরবর্তীতে প্রধান অতিথি তার বক্তব্যে যুবদের এই উদ্যোগের সাথে সহমত পোষন করে বলেন, বাংলাদেশ এখন জনমিতির সুফল আহরনের পর্যায়ে আছে এবং এটাই সঠিক সময়, যুবদের কারিগরি শিক্ষায় অংশগ্রহন বাড়ানোর। সেই সাথে তিনি বিভিন্ন সামাজিক সংস্কার কার্যক্রম বিশেষত বাল্য বিয়ে বন্ধে সোচ্চার থাকার জন্য যুবদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানের যে লক্ষ্য সরকার গ্রহন করেছে তা অর্জনে গুরুত্বপূর্ণ সহায়ক উদ্যোগ হল যুবদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলা যাতে তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কার্যকর ভূমিকা রাখতে পারে। সম্মেলনে ৪ জন স্পন্সর শিশুকে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয় এবং সম্মেলন পরবর্তীতে অংশগ্রহনকারীগণ কন্যা শিশুর সুশিক্ষা নিশ্চিতকরন এবং বাল্য বিবাহ রোধে সচেতনতা বৃদ্ধিতে একটি মানব বন্ধনে অংশগ্রহন করেন।

উল্লেখ্য, ব্রাইট বাংলাদেশ ফোরাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৯ ও ৩৫ নং ওয়ার্ডে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মাঝে শিশু অধিকার সমুন্নতকরণ, যুব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সরকারি
ও বেসরকারি সংস্থা সমূহকে সংবেদশীল করার লক্ষ্যে “এডভান্স প্রোগ্রাম ফর ইমপ্রুভ্ড লাইফ স্টাইল অব দ্য আরবান পুওর” (এপিলাপ) প্রকল্প বাস্তবায়ন করছে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর