আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে ১হাজার পিস ইয়াবাসহ যুবক আটক


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মনছুর আলম (২২) নামে এক যুবকে আটক করেছে।

আটককৃত মনছুর আলম কক্সবাজার জেলার সদর থানার পিএম খালী ইউনিয়নের খুরুলিয়া (বড় পাতলী) এলাকার মোজাহের আহম্মেদের ছেলে।

পুলিশ জানায়, বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়ীয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী মারসা পরিবহনের যাত্রী মনছুর আলমকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে তার প্যান্টের পকেটে রক্ষিত এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার অনুমানিক মূল্য তিন লক্ষ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করার পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর