অনলাইন ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শিক্ষার গুরুত্ব শীর্ষক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল আলোচনার আয়োজন করছে চাটগাঁর সংবাদ। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯ টা ৩০ মিনিটে Chatgar Sangbad.net অথবা চাটগাঁর সংবাদ পত্রিকার ফেসবুক পেইজ থেকে এটি সরাসরি প্রচারিত হবে। এতে আপনিও আমন্ত্রিত।
আলোচনায় প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান। তামজিদুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করবেন চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক ও সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী। এতে আলোচক থাকবেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসের কম্পিউটার সায়েন্স বিভাগের ভিজিটিং প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, টাইগার আইটি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পুরানগড় শাহ সরফুদ্দিন উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ফরিদ শিকদার, সাতকানিয়া উপজেলা আইসিটি অফিসার আনোয়ার হোসাইন।