সৈয়দ শিবলী ছাদেক কফিলঃ
ওয়ার্ল্ড ভিশন- বাংলাদেশের কর্ণফুলী আরবান প্রোগ্রামের উদ্যোগে চট্টগ্রামের বাকলিয়ায় "বায়ুদূষণ সচেতনতা বিষয়ক প্রচার অভিযান ২০২৩" আজ ১৫ জানুয়ারি রোববার প্রোগ্রাম অফিসার খ্রীস্টপার কুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ১৭, ১৮, ১৯ নং ওয়ার্ডের সমন্বিত ৬ নং সংরক্ষিত আসনের সিটি ওয়ার্ড কাউন্সিলর শাহীন আক্তার রোজী। স্বাগত বক্তব্য রাখেন পিও সুব্রত মলিক। বিশেষ অতিথি ছিলেন নগরীর বাকলিয়াস্থ চট্টগ্রাম বিদ্যানিকেতন স্কুলের অধ্যক্ষ এম এ মতিন, হাফেজনগর ইউএনডিসি সভাপতি মো. রইজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ১৮নং বাকলিয়া ওয়ার্ডের কমিউনিটি সুপারভাইজার সুজানা আফনান।
কর্মসূচীতে ছিল আলোচনা সভা, পথনাটিকা, নৃত্য, সংগীত পরিবেশন, উপহার প্রদান ইত্যাদি। অনুষ্ঠানে বায়ুদূষণ সচেতনতা বিষয়ক নাটিকা এবং নৃত্য পরিবেশন করেন চট্টগ্রাম বিদ্যানিকেতন স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ।