সরওয়ার কামাল, মহেশখালীঃ
মহেশখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। ৫ই অক্টোবর সকাল ১১টায় মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে র্্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহেশখালী উপজেলা মাধ্যনিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. হুনায়ুন কবির আযাদের পরিচালনা অনুষ্টিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- মহেশখালী উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মোঃ ফজলুল করিম।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। আলোচনা সভায় বক্তব্য রাখেন- মহেশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, অবসরপ্রাপ্ত সুপার মাওলানা কবির আহমেদ, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা ছিদ্দিক নুরী, হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, কালারমারছড়া মঈনুল ইসলাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুবিনুল হক, হোয়ানক রসিদিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জালাল উদ্দীন ইসলামাবাদী, ছোট মহেশখালী আহমদিয়া তৈয়্যাবিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ছিদ্দিক আহমেদ আযাদ, পুটিবিলা ইসলামীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রভাষক জিএম ইয়াছিন, গোরাকঘাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম গিয়াস উদ্দিন, বড় মহেশখালী পশ্চিম ফকিরাঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আনছারুল করিম। উপস্থিত ছিলেন- কুতুবজোম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল করিম, পানিরছড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার মোঃ আবুবকর শিবলী, কুতুবজোম অফসোর হাইস্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আবু তাহের, টাইমবাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাওলানা মুফিজুল হক, ছনখোলা পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম,কুতুবজোম দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আলী রেজা, কুতুবজোম ঘটিভাঙ্গা সুমাইয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সরওয়ার কামাল, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গিয়াস উদ্দিন, বড় মহেশখালী দারুল কোরআন সুন্নীয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ শওকত ওসমান প্রমুখ। আলোচনা সভায় মহেশখালী উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসার শিক্ষক সহ সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply