অনলাইন ডেস্কঃ বিশ্ব প্রবাল দিবস আজ। সামুদ্রিক এ প্রাণ রক্ষার স্বার্থে বিশ্বব্যাপী সচেনতা বৃদ্ধির জন্য প্রতিবছর জুন মাসের শুরুতে দিবসটি পালন করা হয়। দিবসটির সাথে সম্পৃক্ত বিশ্ব সমুদ্র দিবসও ৮ জুন উদযাপিত হয়ে থাকে।
সমুদ্র গবেষকদের মতে, পৃথিবীর প্রবাল প্রাচীর নিশ্চিহ্নের কারণ বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। প্রবাল প্রাচীর নিশ্চিহ্ন হয়ে যাওয়ার প্রধান কারণ হিসাবে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধিকে দায়ী করছেন গবেষকরা। অতিরিক্ত মাছ ধরা, দূষণ ও সমুদ্রতীরে নির্মাণকাজের প্রভাবও আছে এর ওপর, তবে সবচেয়ে বড় কারণ প্রবাল ক্ষয়ে যাওয়া। এ অবস্থাটি ‘কোরাল ব্লিচিং’ নামে পরিচিত।
আরও পড়ুন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী
শুধু পৃথিবীর ভূ-ভাগেই নয়, সমুদ্রতলেও দেখা যাচ্ছে জলবায়ু পরিবর্তনের আগ্রাসী প্রভাব। জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন পৃথিবীর প্রবাল ক্ষয়ে যাচ্ছে। সামুদ্রিক উষ্ণতা এই হারে বৃদ্ধি পেতে থাকলে অচিরেই বিশ্বের প্রবাল প্রাচীরের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।
বাংলাদেশে রয়েছে বিশ্ববিখ্যাত প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। এটি বাংলোদেশের জন্য সমুদ্রে থাকা প্রবাল প্রাচীর। কতৃপক্ষ ও পর্যটকদের অসচেতনতার কারণে দ্বীপটির জীব বৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির সম্মুখীন। তবে এই দ্বীপটি সমুদ্র ঘিরে রয়েছে বাংলাদেশের জন্য ব্লু ইকোনমির অপার সম্ভাবনা।
তথ্যসূত্র: সংগৃহীত
Leave a Reply