অনলাইন ডেস্কঃ বিশ্ব প্রাণী দিবস আজ। বিশ্বের প্রতিটি প্রান্তে প্রাণীদের অধিকার এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে দিনটি পালন করা হয়।
জানা গেছে, বিশ্ব প্রাণী দিবস সর্বপ্রথম হেনরিক জিম্মারমেন নামের একজন জার্মান লেখক ও প্রকাশক মেন্স উন্ড হুন্দ (মানুষ ও কুকুর) নামের একটি ম্যাগাজিনে প্রকাশ করেছিলেন। তিনিই প্রথম ১৯২৫ সালের ২৪ মার্চ জার্মানির বার্লিন স্পোর্ট প্যালেসে এ দিবস উদযাপন করেন। সেখানে পাঁচ হাজারের বেশি মানুষ অংশ নেন। এরপর ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্স শহরে পরিবেশ বিজ্ঞানীরা এ বিষয়ে সম্মেলন করেন। সেখানে ৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস ঘোষণা করা হয়।
বাংলাদেশে গত এক শতাব্দীতে বিলুপ্ত হয়েছে অসংখ্য প্রাণী এবং বিপন্ন হচ্ছে শতাধিক প্রাণ। ‘ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ’ নামক বন্যপ্রাণী বিষয়ক সংগঠনের তথ্যমতে, প্রায় ৮শ’ প্রজাতি বর্তমানে বিপন্ন অবস্থায় রয়েছে।
বিশ্বকে সব প্রাণীর জন্য বাসযোগ্য ও জীবনধারণে সহায়ক সুপরিবেশ তৈরি করার ক্ষেত্রে দিবসের আলাদা তাৎপর্য রয়েছে। তাই বিশ্বের ৬০ ভাগের বেশি রোগের সৃষ্টি হয় প্রাণি থেকে। প্রাণির বিষয়ে সচেতন থেকে এ রোগবালাই থেকে বাঁচা সম্ভব। আর এ কারণেই প্রাণির বিষয়ে সচেতন হতে হবে ও তাদের রক্ষার্থে উদ্যোগ নিতে হবে। প্রাণিদের সঠিক পরিবেশে রাখা ও তাদের যত্ন নিতে সবাইকে আরো বেশি ভূমিকা রাখতে হবে। আর জলবায়ু ও সার্বিক পরিবেশ প্রেক্ষিত বিবেচনায় বাংলাদেশের জন্যও দিবসটি পালন করা ও দিবসের মাহাত্ম উপলব্ধি করে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করাটা খুবই গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র: সংগৃহীত
Leave a Reply