চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক কর্মশালা - ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৫ জুন ) সকালে চন্দনাইশ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস হলরুমে ইউআইটিআরসিই ব্যানবেইস চন্দনাইশ কতৃক এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম। ইউআইটিআরসিই ব্যানবেইসের চন্দনাইশের সহকারি প্রোগ্রামার সুলতানা রাজিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে অংশ গ্রহন করেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, বরমা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা ইনস্ট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা আনম ছালেহ উদ্দিন, মৎস্য কর্মকর্তা হাছান আহছানুল কবির, নারী নেত্রী সঞ্চিতা বড়ুয়া, প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, জাফর আহমদ সাংবাদিক ঐক্য ফোরাম সাধারণ সম্পাদক মোহাম্মদ কমরুদ্দিনসহ বিভিন্ন কলেজের শিক্ষক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।