মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধিঃ বন্যা, ভূমিধস ও বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে করণীয়, বজ্রপাতে সচেতনতা ও প্রস্তুতি সবার আগে শীর্ষক কর্মশালা চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ৬ মে সকালে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য সেবা বিভাগের উদ্যোগে, বর্ণমালা কমিউনিকেশন লিমিটেডের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফজলুল করিমের সভাপতিত্বে কর্মশালার আলোচনায় অংশ নেন সহকারি শিক্ষা কর্মকর্তা তপন কুমার পোদ্দার, ডা. মুন্নী পারভীন। উপস্থিত ছিলেন কাউন্সিলর যথাক্রমে মোজাম্মেল হক চৌধুরী, মোরশেদুল আলম, হোসনে আরা, শিরিন আকতার, মো. শহিদুল হক, মো. মেহেদী হাসান, সাংবাদিক যথাক্রমে, নাছির উদ্দীন, সৈকত দাশ ইমন, আজিমুশ শানুল হক দস্তগীর, শাহাদাত হোসেন, এস. এম জাকির, মাঈন উদ্দীন, মো. শহিদুল ইসলাম, আয়ুব মিয়াজী, আরজুসহ সাংবাদিক নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ বলেন, অতিবৃষ্টি, বজ্রপাত, ভূমিকম্পের কারণ হচ্ছে পাহাড় কেটে পরিবেশ ধ্বংস, পাহাড় ঘেষেঁ ইটভাটা, অবৈধ বসতি, অপরিকল্পিত অবকাঠামো গড়ে উঠা, নির্বাচারে বৃক্ষনিধনের কারণে পরিবেশ বিপর্যয় ঘটছে। এর থেকে পরিত্রাণের জন্য পাহাড়ে বসবাসকারী ছিন্নমূল মানুষের জন্য সমতলে আবাসন নির্মাণ, পাহাড়ে পাদদেশে ঘর-বাড়ি নির্মাণ বন্ধ করা, পাহাড়ে পরিবেশ বান্ধব ও পাহাড় রক্ষাকারী গাছ-বাঁশ রোপন, পাহাড় থেকে মাটি কাঁটা, ইটভাটায় কাঠ পোড়ানো বন্ধের উপর গুরুত্বারোপ করেন।