আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে সর্বজনীন পেনশন বাস্তবায়নে কর্মশালা

সর্বজনীন পেনশন স্কিম সমন্বয় কমিটির কর্মশালা অনুষ্ঠিত


ওসমান হোসাইন, কর্ণফুলীঃ উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলায়তনে এটি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত, সঞ্চালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধরী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত), বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাগণ, সাংবাদিক, এনজিও কর্মকর্তা, বাজার কমিটির নেতৃবৃন্দ, বাস ও সিএনজি শ্রমিকদের প্রতিনিধিবৃন্দ, মৎস্যজীবী নেতৃবৃন্দ, সাম্পান সমিতির প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশন, ইমাম এবং পুরোহিতগণ।

আরও পড়ুন সকলের উন্নত জীবন নিশ্চিতে সর্বজনীন পেনশন চালু করা হয়েছে: প্রধানমন্ত্রী

এতে প্রধান বক্তা ও প্রেজেন্টার ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত। তিনি সর্বজনীন পেনশন কর্মসূচির উপরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রেজেন্টেশনে ৪টি স্কিম যথাক্রমে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা স্কিম নিয়ে আলোচনা করা হয়। এতে উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী ও সাধারণ মানুষদের এসব স্কিমের আওতায় নিয়ে আসা ও এর ইতিবাচক দিক তুলে ধরা হয়।

প্রধান অতিথি ফারুক চৌধুরী বলেন, ‘১৮ থেকে ৫০ বছর বয়সি যে কোনো বাংলাদেশি নাগরিক প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এই চারটি স্কিমের মধ্যে যে কোনো একটি স্কিম গ্রহণ করতে পারবেন। অতিদরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন সমতা পেনশন স্কিম গ্রহণ করতে পারবেন। তাদের মাসিক চাঁদার অর্ধেক সরকার বহন করবেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অর্থনৈতিক নিরাপত্তার কথা ভেবে এই পেনশন স্কিম গ্রহণ করেছেন। ইতোমধ্যে এর কার্যক্রম শুরু হয়ে গেছে।’

কর্মশালায় পেনশন স্কিম বাস্তবায়নে কীভাবে একজন ব্যক্তি পেনশন প্রাপ্তির জন্য আবেদন করবেন তা দেখানো হয় এবং তাৎক্ষণিক রেজিস্ট্রেশন করা হয়।

উল্লেখ্য, পেনশন স্কিম বাস্তবায়নে কাজ করছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর