সৈয়দ শিবলী ছাদেক কফিল:
দেশের প্রান্তিক এলাকায় সামাজিক সম্প্রীতি উন্নয়ন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ করতে পারলে "নারী, শান্তি ও নিরাপত্তা" বিষয়ক জাতীয় পরিকল্পনা বাস্তবায়নের পথ সহজ হবে মনে করেন চট্টগ্রামের তৃণমূল পর্যায়ের নানা শ্রেণি-পেশার মানুষ। এছাড়া নারী-শিশু নির্যাতন বন্ধ ও অধিকার রক্ষায় চট্টগ্রামে ৪ উপজেলার জন্য স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার নগরীর হোটেল আগ্রাবাদে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে স্থানীয়করণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা বাস্তবায়নে সহযোগিতা করেছে গ্লোবাল নেটওয়ার্ক অব উইমেন পিসবিল্ডারস (জিএনডব্লিউপি)।
এতে চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ এবং কক্সবাজার সদর ও উখিয়া উপজেলার ৪৮ জন অংশগ্রহণকারী নিয়ে ৪টি স্টিয়ারিং কমিটি গঠনের মাধ্যমে শেষ হল তিন দিনব্যাপী এ কর্মশালা। বাংলাদেশের জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে অবদান রাখতে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক এবং উন্নয়ন কর্মীরা এ কর্মশালায় অংশ নেন। ২২ সেপ্টেম্বর রোববার থেকে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানে জিএনডব্লিউপি-এর সিনিয়র প্রোগ্রাম ডিরেক্টর ড. জেসমিন নারিও গ্যালাসি, বিএনপিএস-এর পরিচালক শাহনাজ সুমি, জিএনডব্লিউপি এর বাংলাদেশের প্রোগ্রাম অফিসার পাহিমা আহমেদ, বিএনপিএস-এর উপপরিচালক নাসরিন বেগম এবং চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক ফেরদৌস আহমেদ বক্তব্য রাখেন।
কর্মশালায় উপজেলা পর্যায়ে নারীদের নিরাপত্তা নিশ্চিতে চ্যালেঞ্জ, সংঘাতময় পরিস্থিতে করণীয় ও দুর্যোগকালীন সময়ে প্রতিবন্ধকতা দূরীকরণ সংক্রান্ত আলোচনা হয়।