নিজস্ব প্রতিবেদক
ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের সিরাজুল আমিন মিলায়তনে গত ২২ মার্চ বুধবার বিকাল ৪ টায় ২ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
ইফতার সামগ্রী বিতরণকালে আলোচনা সভা চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানার সভাপতিত্বে এবং কামরুন্নাহার বেবীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জসিম উদ্দীন,লাভলী বেগম। ৩৯ নম্বর ওয়ার্ড বি ইউনিট আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল আমিন সোহেল,বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সভাপতি মোঃ আলাউদ্দীন ফারুক, নাছিমা আক্তার, রোকসানা বেগম,নাছিমা বেগম,বেগম খাররুননেচ্ছা, কাবুননেছা,শামসুন নাহার, নিলুফারইয়াসমিন, ফাতেমা নারগিস কাকন,মাহমুদা জামান নিশী, রুবি আক্তার, পারভিন বেগম ছাড়াও ইপিজেড থানা, ৩৯ নম্বর ওয়ার্ড ও ইউনিট মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।