বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালি ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা গ্রামের নুরুল ইসলাম ছেলে মো. নুরুল আবছার (৪৫)।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফাসিয়াখালি ইউনিয়নের হারগাজা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের মত সন্ধ্যার দিকে নুরুল আবছার নিজ ধানখেতে পাহারা দিতে গেলে বন্য হাতির আক্রমনে করে পদপিষ্ট করে মেরে ফেলে। পরে লোকজন ধাওয়া দিলে হাতি সরে পাহাড়ের দিকে চলে যায়। এ সময় স্থানীয় লোকজন মৃত অবস্থায় কৃষক নুরুল আবছারকে উদ্ধার করেন।
ফাসিয়াখালি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কুতুব উদ্দিন মিয়া বলেন,গত সোমবার (৮ মে) রাতে লামা উপজেলার ফাসিয়াখালি ইউনিয়নের কুমারী এলাকায় হাতির পায়ে পিষ্ট হয়ে আকতার হোসেন(৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়।
কয়েক দিনের ব্যবধানে ফসল রক্ষা করতে গিয়ে বন্য হাতির আক্রমণে দুই কৃষকের মৃত্যু হলো। ধান পাকলেই বন্য হাতি খাদ্যের সন্ধানে কৃষকের ফসলখেতে হানা দিয়ে থাকে। তার থেকে রক্ষা পেতে আমাদের সকলের উচিত বন উজাড় বন্ধ করা। সেই সঙ্গে বন্য হাতির খাদ্য নষ্ট না হয় মতো বনবিভাগকে বন রক্ষার্থে আরো নজরদারি বাড়ানো দরকার।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি।
Leave a Reply