ফারুকুর রহমান বিনজু, পটিয়া: পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নে দরিদ্র ও অস্বচ্ছলদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। শুক্রবার (৩০ ডিসেম্বর) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজের সভাপতিত্বে এসময় আরো উপস্থি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমান, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, আ.লীগ নেতা শাহাদাত হোসেন ফরিদ প্রমুখ।
পানি সংকট নিরসনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে জমিতে পর্যাপ্ত পানি পৌঁছাতে গভীর নলকূপ স্থাপন, কৃষি অফিসের মাধ্যমে তেল ও চালকের খরচ বহন, আধুনিক প্রযুক্তির ট্রাক্টর ব্যবস্থা সহ বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন হুইপ শামসুল হক চৌধুরী।