অনলাইন ডেস্কঃ চট্টগ্রামে যে টার্মিনাল থেকে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল) কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে (কেজিডিসিএল) গ্যাস সরবরাহ করে সাম্প্রতিককালে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটির যন্ত্রাংশ আনানো হচ্ছে সিঙ্গাপুর থেকে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের মাঝামাঝি চট্টগ্রামে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।
এদিকে আজ মঙ্গলবার (২ জুলাই) নগরীর বেশ কয়েকটি এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।
সংস্থাটিরে দেয়া তথ্যানুসারে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের একটি র্যাম্পের নির্মাণ কাজের জন্য গ্যাস সরবরাহের পাইপলাইন সরাতে হচ্ছে। এজন্য বেলা ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে গ্যাস সরবরাহ । ওই সময়ে আরো কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
আরও পড়ুন চট্টগ্রামে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস দিলো কেজিডিসিএল
বিজ্ঞপ্তিতে বলা হয়, বারিক বিল্ডিং, আগ্রাবাদ সিডিএ, নিমতলা, বন্দর, মাদারবাড়ী, সদরঘাট, নিউমার্কেট, মাঝিরঘাট, পাথরঘাটা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ।
এছাড়া দেওয়ানহাট, টাইগারপাস, লালখান বাজার, জিইসি, কোতোয়ালি, ডিসি রোড, জেল রোড, আন্দরকিল্লা, চাক্তাই ও আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
কবে নাগাদ এ পরিস্থিতি স্বাভাবিক হবে? জানতে চাইলে আরপিজিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম চাটগাঁর সংবাদকে বলেন, ‘এ মাসের মাঝামাঝি চট্টগ্রামে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।’
কেজিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবু সাকলায়েন এ প্রসঙ্গে বলেন, ‘সরবরাহ প্রক্রিয়া স্বাভাবিক রাখার চেষ্টা করছি।’
Leave a Reply