আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: সাতকানিয়ায় হ্রদ কাটার পর কৃত্রিম বন্যায় ক্ষতি

তাৎক্ষনিক সহায়তা পাওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানালেন সাতকানিয়ার কৃত্রিম বন্যায় ক্ষতিগ্রস্তরা


অনলাইন ডেস্কঃ উপজেলার লোহাগাড়ায় (অরিদাঘোনা) নির্মিত হ্রদটির বাঁধ কাটার পর যে ক্ষয়ক্ষতি হয়েছে তার আর্থিক অঙ্ক প্রাথমিকভাবে নিরুপণ করেছে উপজেলা প্রশাসন। স্থানীয়দের সহায়তায় সরকারি দপ্তরগুলোর সমন্বয়ে এ ক্ষতি নিরুপণ করা হয়েছে। গতকাল (৪ জানুয়ারি) ঘটে যাওয়া এ কৃত্রিম দুর্যোগে ২ কোটি ৪৪ লাখ ৫৬ হাজার ১৮০ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাগুলো। সোমবার (৫ জানুয়ারি) উপজেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল দিনব্যাপী তথ্য সংগ্রহের মাধ্যমে এ ক্ষতি নিরূপিত হয়েছে। তবে  ক্ষতির অঙ্কে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তথ্য এখনও যোগ হয়নি।

আরও পড়ুন লেকের বাঁধ ভাঙ্গা পানিতে সাতকানিয়ার মির্জাখীলে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন

জানা গেছে, বাঁধের পানিতে সাতকানিয়া-লোহাগাড়ার অসংখ্য কাঁচা-পাকা সড়কেরও ক্ষতি হয়েছে। সেগুলোর ক্ষতির আর্থিক পরিমাণ মূল প্রতিবেদনে যোগ হলে মোট ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য প্রশাসনের পক্ষ থেকে তিন মেট্রিক টন চাল ও ১৫০টি কম্বল সহায়তা হিসাবে দেওয়া হয়েছে।

এ সহায়তা ক্ষতির তুলনায় একেবারেই অপ্রতুল। তারপরও ক্ষতিগ্রস্তরা সহায়তা পেয়ে শুকরিয়া জ্ঞাপন করছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে তিনি বলেন, ‘এ ঘটনায় পুনর্বাসন ও যথোপযুক্ত ক্ষতিপূরণ দাবি করছি আমরা। আশা করছি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে কাঙ্ক্ষিত সহায়তা দ্রুত পাওয়া যাবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর