আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: চন্দনাইশে পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি পরীক্ষা

পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশন: চন্দনাইশে শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন


মুহাম্মদ আরফাত হোসেনঃ চন্দনাইশে পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশনের উদ্যোগে ‘শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০২৩’ সম্পন্ন হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) স্থানীয় কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয়ে চলতি বছরের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম বারের মত শিক্ষা বৃত্তি পরীক্ষায় পশ্চিম এলাহাবাদ এলাকার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণীর ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝ থেকে মেধাক্রমে ২০জনকে শিক্ষা বৃত্তি প্রদান করা হবে।

আরও পড়ুন শিক্ষাবৃত্তি দিচ্ছে চট্টগ্রাম সমিতি-ঢাকা

পরীক্ষা চলাকালীন সময় উপস্থিত ছিলেন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, শিক্ষা বৃত্তি উপকমিটির আহবায়ক ও অপর্ণা চরণ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাংবাদিক আবু তালেব বেলাল, সংগঠনের আহবায়ক আবু বক্কর, এড.আবু ছালেহ, অধ্যাপক রেজাউল করিম, প্রকৌশলী আনোয়ার হোসেন, আলী আজগর, প্রধান শিক্ষক সমীর কান্তি দাশ, সহকারী প্রধান শিক্ষক আবদুল আজিজ, মেম্বার জাহাঙ্গীর আলম, মাও. আজিজুর রহমান, মো. সেলিম উদ্দিন, আবু ছালেহ, ইফতেকার রুবেল, আবু জাফর, আবু ইউচুপ, আবদুল আজিম, মো. মহিউদ্দিন, মো. আলমগীর, আনোয়ার হোসেন, মাও. আবদুর কাদের, যুবলীগ নেতা শাহাজাহান, আবদুল জব্বার, মো. শাহাজাহান, ডা. মোহাম্মদ আবু ইউচুফ, প্রকৌশলী সালাহ উদ্দিন পারভেজ প্রমুখ।

প্রসঙ্গত, ২০২২ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, স্বাস্থ্য সেবা ক্যাম্পসহ বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করে আসছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর