আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের দায়িত্ব গ্রহণ ও বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সমিতির সভাপতি সরওয়ার কামাল

তামাকুমন্ডি লেইন বণিক সমিতিতে মোজাম্মেল হকের বরণ অনুষ্ঠান


অনলাইন ডেস্কঃ ২য় মেয়াদের দায়িত্ব গ্রহণে সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের জন্য বরণ অনুষ্ঠান আয়োজন করেছে তামাকুমন্ডি লেইন বণিক সমিতি। সম্প্রতি সমিতি কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সমিতিটির দপ্তর সম্পাদকের পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক ৩১ নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর ও অত্র সমিতির উপদেষ্টা আলহাজ্ব আব্দুস সালাম মাসুম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক, মোহাম্মদ ইকবাল শরিফ, আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরী, আলহাজ্ব মো. ছমির উদ্দিন, সমিতির সাবেক সভাপতি আব্দুল খালেক, মো. আবু তালেব।

আরও পড়ুন হকার উচ্ছেদ অভিযানে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির অভিনন্দন

এসময় বক্তারা বলেন, ‘নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে অত্র এলাকায় ব্যবসায়িক পরিবেশ বিরাজমান থাকবে এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সমিতির ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে।’

নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোজাম্মেল হক কার্যকরী পরিষদকে সাথে নিয়ে বিভিন্ন মার্কেটের সমস্যা সমাধান করার চেষ্টা করা হবে বলে জানান।

অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা মণ্ডলী নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোজাম্মেল হককে ফুলের মালা দিয়ে বরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, অত্র সমিতির উপদেষ্টা জামাল আহমেদ, জসিম উদ্দিন কবির, মোহাম্মদ ইসমাইল, আবুল হোসেন, আলহাজ্ব মোহাম্মদ সেলিম উল্লাহ, মোহাম্মদ কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এস এম ছমির উদ্দিন (সিংহ পুরুষ), সাবেক সিনিয়র সভাপতি এম এম মুজিবুর রহমান, সাবেক সহ সভাপতি আবু তাহের (বিএসসি), আবদুল গফুর(এমএ), সাবেক সহ সম্পাদক আরিফুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক মোঃ রফিক, আসিফ ইদ্রিস, সাবেক প্রচার সম্পাদক আইয়ুব আলী, ফরিদুল আলম, মোস্তাক আহমদ, সাবেক নির্বাহী সদস্য মধু তালুকদার বাবু, মো. নেছার উদ্দিন, ফজলুর রহমান, মাঈন
উদ্দিন সোহেল, মো. এমরান, মোস্তাফিজুর রহমান।

আরো উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক আজম এম. এ, সহ-সভাপতি আলহাজ্ব মো. সেলিম, বজলুর রহমান, সহ সাধারণ সম্পাদক তৌহিদুল আলম
তৌহিদ, আইন বিষয়ক সম্পাদক আবদুল জলিল, দপ্তর সম্পাদক জাফর ইকবাল, সমাজ
কল্যাণ সম্পাদক জসিম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিনহাজ উদ্দিন, নির্বাহী সদস্য মিনহাজুল আবেদীন, আব্দুর ছফুর নয়ন, সাদ্দাম হোসেন, মোহাম্মদ আরিফ চৌধুরী ও বিভিন্ন মার্কেট কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর