তিনটি ক্যাটাগারিতে দশটি ইভেন্টে প্রায় অর্ধশতাধিক বক্সারের অংশগ্রহণে আগামীকাল শুরু হচ্ছে ওয়ালটন বিজয় দিবস বক্সিং প্রতিযোগিতা। আজ সোমবার (২৬ ডিসেম্বর) মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পুরুষ সিনিয়র বিভাগে ৪৮, ৫১, ৫৪ ও ৫৭, মেয়েদের সিনিয়র বিভাগে ৪৮, ৫০ ও ৫২ এবং জুনিয়র বিভাগে ৩২, ৩৫ ও ৪৫ কেজি ওজন শ্রেণীতে লড়বেন নবীন বক্সাররা। সিনিয়র বিভাগে বিভিন্ন সার্ভিসেস দল এবং জুনিয়র বিভাগে খেলবেন ঢাকার ক্লাবগুলোর ক্রীড়াবিদরা।
এ সময় ওয়ালটনের এফএম ইকবাল বিন আনোয়ার এবং মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। মাজহারুল ইসলাম বলেন, ‘বিজয় দিবস হলো নতুন প্রতিভাবান বক্সারদের উঠে আাসর মঞ্চ। তাই এখানে নবীন বক্সাররা অংশ নেবে।’
তথ্যসূত্র: বাসস