যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলছে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি মেলা কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস)। এটি উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনের বৈশ্বিক মঞ্চ। এই প্রথম বাংলাদেশ থেকে সিইএস ফেয়ারে অংশ নিয়েছে দেশের শীর্ষ ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য উৎপাদক এবং রফতানিকারক প্রতিষ্ঠান ওয়ালটন। সিইএসে প্রতিষ্ঠানটি সবুজ ও টেকসই নানা স্মার্ট গৃহস্থালি এবং প্রযুক্তিপণ্য উপস্থাপন করেছে। ওয়ালটনের পণ্যে মানুষের স্মার্ট জীবনযাপন, খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা এবং পরিবেশের সুরক্ষার বিষয়গুলো প্রাধান্য দেয়া হয়েছে।
সিইএস ফেয়ারে বাংলাদেশী প্রতিষ্ঠানটি এআই নির্ভর নানা স্মার্ট ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য প্রদর্শন করেছে। যার মধ্যে ছিল স্মার্ট ফ্রিজ, স্মার্ট টিভি ও এডুকেশনাল ডিসপ্লে, স্মার্ট এসি, স্মার্ট ওয়াশিং মেশিন, স্মার্ট টেবিল, স্মার্ট এলইডি লাইট ইত্যাদি। সাধারণ দর্শনার্থীদের পাশাপাশি যা নজর কেড়েছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের।
মেলায় ওয়ালটন প্যাভিলিয়নের সামগ্রিক দেখভাল করছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ।