অনলাইন ডেস্ক
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ার মার্কায চট্টগ্রাম-৯ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ তার পিতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এম, কফিল উদ্দিনের কবর যিয়ারত ও শহর কুতুব হযরত শাহ আমানত (রহঃ) মাজার যিয়ারত এর মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন । তিনি আন্দরকিল্লাহ, চন্দনপুরা এলাকায় ব্যাপক গণসংযোগ করেন ।
তিনি বলেন- চট্টগ্রাম-৯ আসন চট্টগ্রামের ভিআইপি ও গুরুত্বপূর্ণ আসন হিসেবে সর্বমহলে সমাদৃত । কিন্তু বার বার বহিরাগত জনপ্রতিনিধি উক্ত আসনে প্রতিনিধিত্ব করায় এলাকায় কাঙ্খিত উন্নয়ণ হয়নি । সময় এসেছে ব্যালটের মাধ্যমে নিজেদের ভ’মিপুত্রকে জনপ্রতিনিধি নির্বাচন করার । তাই আগামী ৭ জানুয়ারী আমাকে চেয়ার মার্কায় ভোট দিয়ে অবহেলিত এলাকার সার্বিক উন্নয়ণ করার সুযোগ দেন ।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জননেতা আব্দুল করিম তারেক, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মুহাম্মদ শাহেদ আলী, লায়ন মুহাম্মদ ইমরান, সেলিম উদ্দিন, এমজে আলম, নির্বাচন পরিচালনা কমিটির সচিব আনিছুর রহমান, হাবিবুর রহমান, সাইফুল ইসলাম লিটন, মুহাম্মদ জসিম, মুহাম্মদ সাইফুল ইসলাম, নেজাম উদ্দিন, মুহাম্মদ শাহজাহান, আলতাফ হোসেন, আবরার প্রমুখ ।