প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কাঙ্ক্ষিত ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ থেকে ভোটারদের সরব উপস্থিতে কিছু কিছু কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। তবে পুরুষ ভোটারদের তুলনায় কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলক অনেক বেশি।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় উপজেলার পৌরসভার আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুরুষ ভোটারা কয়একজনের সাথে কথা বলে, জানাগেছে আমাদের এই কেন্দ্রে সকাল ৮ থেকে ভিড়। উৎসব মুখর পরিবেশ দেখে অনেক ভালো লাগছে। প্রচুর ভোটারের সমাগম ঘটেছে। সবাই নিজ নিজ পছন্দের প্রতীকে ভোট দিচ্ছে। সকালে ভোটার বেশি থাকলেও দিনভর পরিস্থিতি কি হয় সেদিকেই নজর সবার।
এদিকে বেঙ্গুরা খিতাব চর ৬নং রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে ৩৩০ ভোট পাওয়া গেছে। সে কেন্দ্রে দেখা গেছে বৃদ্ধা একশ বছরের ছবুরা খাতুন, নাতি আছিবের কোলে চরে ভোট দিতে ভোট কেন্দ্রে আসেন। তিনি পূর্ব খিতাবচর ৬নং ওর্য়াডের হাসনা পাড়া বাসিন্দা। তিনি ভোট দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন
আবার কিছু কিছু কেন্দ্রে লক্ষ্য করা গেছে ভোটার উপস্থিতি খুবই কম। নাঙ্গল মার্কা প্রার্খী আলহাজ্ব সেলেমা শেঠ আমাদেরকে জানান, ভোটার উপস্থিতি খুবই ভালো লাগছে। এ ভাবে ভোট চললে জাতীয় পাটির নাঙ্গল মার্কা বিজয় সুনিশ্চিত। খিতাব চর ইসলামি ফ্রন্টের পদপ্রার্থী মোমবাতি আবদুল নবি জানান, এখানে ভোট শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে। আশাকরছি,সুষ্ঠু নির্বাচন হলে মোমবাতি মার্কা একলক্ষ ভোটে জয়ী হবে।
Leave a Reply