আজ ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে


অনলাইন ডেস্কঃ ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে চট্টগ্রাম জেলার তিনটিসহ সারাদেশের ১৫৬টি উপজেলায় একযোগে ভোট গ্রহণ করছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২১ মে) সকাল ৮ থেকে এ ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা অবধি।

এর আগে সকালে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার। এবারে দ্বিতীয় ধাপের নির্বাচনে চট্টগ্রামের তিন উপজেলায় মোট ভোটার ১১ লাখ ২০ হাজার ৭৩৪জন। এর মধ্যে হাটহাজারী উপজেলায় ৩ লাখ ৫৭ হাজার ৪৪৮ জন। এতে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৮৬ হাজার ৬৪৩ জন এবং নারী ভোটার রয়েছে ১লাখ ৭০ হাজার ৮০৫জন। অন্যদিকে ফটিকছড়ি উপজেলায় ৪ লাখ ৬৪ হাজার ৬০৭ জন। যার মধ্যে পুরুষ ২ লাখ ৪৫ হাজার ৯৩৮ জন, নারী ২ লাখ ১৮ হাজার ৬৬৭ জন। আরেক উপজেলা রাঙ্গুনিয়ায় মোট ভোটার ২লাখ ৯৮ হাজার ৬৭৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৮ হাজার ১২২ জন এবং নারী ১ লাখ ৪০ হাজার ৫৫৭ জন।

আরও পড়ুন উপজেলা নির্বাচনের ২য় ধাপ: চট্টগ্রামে ভোটে আছে ২ এমপির স্বজন

তিন উপজেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ৩৪৩টি। এরমধ্যে হাটহাজারীতে ভোট কেন্দ্র ১০৬, ফটিছড়িতে ১৪২ এবং রাঙ্গুনিয়ায় ৯৫টি। ভোটগ্রহণে জন্য তিন উপজেলা নিয়োগ করা হয়েছে ৯ হাজার ৬৭৪ জন কর্মকর্তা।

দ্বিতীয় ধাপের এ নির্বাচনে চার উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া ও রাউজানে নির্বাচন হওয়ার কথা থাকলেও রাউজানে সবকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হওয়ায় বাকি তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই কারণে রাঙ্গুনিয়া উপজেলায়ও চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না।

নির্বাচনে ফটিকছড়ি, হাটহাজারী ও রাঙ্গুনিয়া উপজেলায় মোট ২১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন।

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব রকমের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচনের স্ব স্ব উপজেলার দায়িত্ব নিয়োজিত রিটার্নিং কর্মকর্তারা। তিন উপজেলায় ৬০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর