সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চন্দনাইশে জাতীয় ভোটার দিবস ২০২৪ পালিত হয়। ২ মার্চ শনিবার সকালে পালিত কর্মসূচির মধ্যে ছিল র ্যালী, আলোচনা সভা, সাধারণ নাগরিক/ভোটারদের কাউন্সিলিং ইত্যাদি। এবারের প্রতিপাদ্য "সঠিক তথ্যে হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো"।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাকিবুজ্জামান (রেনু)'র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রতন সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য্য, উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল ও সমাজসেবা দপ্তরের মাঠ কর্মকর্তা শফিউল আজিম।
কর্মসুচি সমুহে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্মত লাল শর্মা, মাহমুদ বিন জাফর, অর্নব দাশ, দীপ্ত বড়ুয়া, রানা সর্দার, সিফাতুল ইসলাম, আবদুল মন্নান চৌধুরী, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বদরুদ্দীন তুষার, সিভিল সোসাইটির প্রতিনিধি আলাউদ্দীন প্রমুখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক, রাজনীতিক, বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি।