মো.ইকবাল হোসেন, সাতকানিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের সাতকানিয়ায় ছদাহা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নাপিত পাড়া সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত হওয়ায় যানবাহন ও সাধারণ জনগণের চলাচল বিঘ্নিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের উদ্যোগে ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের স্বেচ্ছাশ্রমে রাস্তাটি মেরামত করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাস্তাটি মেরামত করা হয়।
এসময় ছদাহা ইউনিয়ন এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আনোয়ার হোসেন জিহাদীর নেতৃত্বে স্থানীয় জনসাধারণ স্বেচ্ছাশ্রমে রাস্তাটি মেরামত করেন। অন্যদিকে, কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা নোয়াপাড়া ও মথুরাডেঙ্গা সড়কটি দীর্ঘদিন যাবৎ অবহেলা ও খানাখন্দভরা থাকায় চলাচলের বিঘ্নিত হওয়ায় কাঞ্চনা ইউনিয়ন জামায়াত ইসলামীর উদ্যোগে রাস্তাটি মেরামত করেন স্থানীয় জনগণ। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাতকানিয়া উপজেলার নায়েবে আমীর মাস্টার আবদুস সোবহান,সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু তাহেরসহ কাঞ্চনা ইউনিয়নের দায়িত্বশীল ও স্থানীয় জনগণ।
Leave a Reply