আজ ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: শুলকবহর ওয়ার্ডে ভিটামিন এ ক্যাম্পেইন উদ্বোধন করছেন কাউন্সিলর

‘১৯৭৪ সালে ‘ভিটামিন এ’ কার্যক্রম বঙ্গবন্ধু শুরু করেছিলেন’


অনলাইন ডেস্কঃ শুলকবহর ওয়ার্ডে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন স্থানীয় কাউন্সিলর মোরশেদ মো. মোরশেদ আলম। শনিবার (১ জুন) থেকে ওয়ার্ডের প্রায় ২০টি স্থায়ী টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১মাস বয়সী শিশুদের নীল ও ১২ মাস হতে ৫৯ মাস পর্যন্ত শিশুদের লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়।

কর্মসূচি উদ্বোধনকালে কাউন্সিলর মো. মোরশেদ আলম বলেন, ‘আজকের এই শিশু আগামী বাংলাদেশের সম্পদ। এই শিশুদের হাতেই এগিয়ে যাবে দেশ। তাই এখন হতেই এই শিশুদের শারীরিক সুস্থ্যতার পরিচর্যা করতে বদ্ধ পরিকর বর্তমান সরকার।’

আরও পড়ুন চমেক হাসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

তিনি বলেন, ‘এক সময় অপুষ্টি, অপ্রতুল চিকিৎসা ও অজ্ঞানতার দরুন দেশের শিশু মৃত্যুহার অনেক বেশি ছিলো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম শুরু করেন যা এখনও অব্যাহত রয়েছে।’

এই ভিটামিন-এ ক্যাপসুল শিশুর শারীরিক বৃদ্ধি ও রাতকানা রোগ প্রতিরোধে খুবই প্রয়োজনীয়। এতে শিশু মৃত্যুর ঝুঁকি কমে বহুলাংশে কমে বলেও উল্লেখ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সচিব মোজাম্মেল হক, জন্ম নিবন্ধন সহকারী এবং আরবান কমিউনিটি ভলান্টিয়ার এর টিম লিডার তৌসিফ আহমেদ নূর প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর