আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১ জুন, চট্টগ্রামে পরিকল্পনা সভা অনুষ্ঠিত


অনলাইন ডেস্কঃ আগামি ১ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মে) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

চসিকের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্যানেল মেয়র ও কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন জোনাল মেডিকেল অফিসার ডা. সুমন তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন জোনাল মেডিকেল অফিসার ডা. আকিল মাহমুদ নাফে, ডা. জুয়েল মহাজন, মেডিকেল অফিসার ইনচার্জ ডা. সৈয়দ দিদারুল মুনির রুবেল, ডা. ইফফাত জাহান রাখি, ডা. হোসনে আরা বেগম, ইপিআই টেকনিশিয়ান, স্বাস্থ্য পরিদর্শক এবং বেসরকারী এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দ।

আরও পড়ুন হাটহাজারী উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে দুর্নীতির অভিযোগ

প্রধান অতিথির বক্তেব্য চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে অপুষ্টি দূরীকরণ সম্ভব। স্বাস্থ্য অধিদপ্তরের গাইড লাইন অনুযায়ী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। যাতে কোনো শিশু ভিটামিন ‘এ’ খাওয়ানো থেকে বাদ না পড়ে সেদিকটি অবশ্যই আপনাদের সজাগ দৃষ্টি দিতে হবে।

তিনি আরো বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ইতিপূর্বে অনুষ্ঠিতব্য সকল জাতীয় কর্মসূচীসমূহ শতভাগ সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সরকারী নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম গ্রহন করা হয়েছে। এই কর্মসূচী বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এবং কর্মসূচীর সফলতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা বলেন, চসিক স্বাস্থ্য বিভাগ যে কোনো কর্মসূচী শতভাগ অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে
মেয়রের নির্দেশনা অনুযায়ী ব্যপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকল জোনাল মেডিকেল অফিসারগণকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।

উল্লেখ্য, আগামী ১ জুন সারাদেশের ন্যায় চট্টগ্রাম নগরীতে জাতীয়
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। উক্ত ক্যাম্পেইন চলাকালীন সময়ে ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ প্রদান করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর