অনলাইন ডেস্কঃ রাঙ্গামাটি পার্বত্য জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষ্যে আগামী ১২ ডিসেম্বর ৮১ হাজার ২’শ ২৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী।
সম্প্রতি জেলার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন সাংবাদিকদের এ তথ্য জানান।
আরও পড়ুন হাটহাজারী উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে দুর্নীতির অভিযোগ
সংবাদ সম্মেলনে জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জেলায় এবার ১হাজার ৩শত ১৪ টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ৯হাজার ৩শত ৫৯ জনকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৭১হাজার ৮শত ৩৯ জনকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
রাঙ্গামাটি পার্বত্য জেলায় সরকারের এই কার্যক্রম বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
তথ্যসূত্র: বাংলাভিশন