২০২৩ সালের অনুষ্ঠেয় দুই পর্বের বিশ্ব ইজতেমা টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামি ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। আজ সোমবার (২৬ ডিসেম্বর) গাজীপুর পুলিশের উদ্যোগে ইজতেমার সার্বিক নিরাপত্তা সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপ-পুলিশ কমিশনার মাহবুবউজজামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
সভা শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এবারের দুই পর্বের বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তায় সাড়ে ৭ হাজার পুলিশ মোতায়েন থাকবে। সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার থেকে পুরো ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে।
এছাড়া, স্পেশালাইজড টিমসহ প্রতিটি খিত্তায় সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন জানিয়ে জিএমপি কমিশনার বলেন, অন্য যে কোনো সময়ের চেয়ে এবার আরও সুশৃঙ্খলভাবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। দুই পর্বের ইজতেমা আয়োজকদের মধ্যে মতপার্থক্য থাকলেও ইজতেমা আয়োজনে কোনও বিশৃঙ্খলা হবে না। প্রথম পর্বের বিশ্ব ইজতেমা ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং চারদিন বিরতির পর দ্বিতীয় পর্ব ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
তথ্যসূত্র: দেশ রূপান্তর
Leave a Reply