কক্সবাজার প্রতিনিধিঃ জেলার ঈদগাঁও, চকরিয়া ও পেকুয়া উপজেলায় ভোট আগামিকাল মঙ্গলবার (২১ মে)। এ উপলেক্ষ্যে আজ সোমবার বেলা ১১টার পর থেকে উপজেলাগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কাজ শুরু হয়েছে।
নির্বাচন কমিশনের আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, উল্লিখিত তিনটি উপজেলায় ইরেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বিধায় ইতোমধ্যে ব্যাপক নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে উপজেলাগুলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে আগামিকাল উপজেলাগুলোতে সরকারি ছুটি থাকবে। নির্বাচন চলাকালে অপরাধের বিচার করতে প্রত্যেক উপজেলায় একজন করে মোট তিনজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
এ ৩টি উপজেলা পরিষদের নির্বাচনে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন।
ঈদগাঁও উপজেলা
চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে কুতুব উদ্দীন চৌধুরী দোয়াত কলম, নুরুল কবির ঘোড়া, মো. আবু তালেব টেলিফোন, মোহাম্মদ সেলিম আকবর আনারস ও শামসুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আহমদ করিম চশমা, বোরহান উদ্দিন মাহমুদ তালা এবং মোহাম্মদ আরিফ মিয়া টিউবওয়েল প্রতীক নিয়ে লড়ছেন।
আরও পড়ুন সীতাকুণ্ড ও কক্সবাজারে তাপ প্রবাহ, চট্টগ্রামে বৃষ্টি হতে পারে আগামিকাল থেকে
মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কাউছার জাহানের কলস, মেহেনুর আক্তার পাখির প্রজাপতি, রেহেনা আক্তারের ফুটবল, শাহেনা পারভীন লাকীর পদ্মফুল এবং হামিদা তাহেরের প্রতীক হাঁস।
চকরিয়া উপজেলা
চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে জাফর আলমের প্রতীক ঘোড়া, ফজলুল করিম সাঈদীর দোয়াত কলম, আবদুল্লাহ আল হাসানের আনারস এবং বদিউল আলম লড়ছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে।
ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে তপন দাশ লড়ছেন টিয়া পাখি প্রতীক নিয়ে, নুরুল আমিন চশমা, বেলাল উদ্দিন তালা, মকছুদুল হক চুট্টু বই, মহসিন বাবুল টিউবওয়েল এবং মুবিনুল ইসলামের প্রতীক উড়োজাহাজ।
মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরীর প্রতীক কলস, সাফিয়া বেগম শম্পার ফুটবল এবং জাহানারা পারভিনের প্রতীক হাঁস।
পেকুয়া উপজেলা
পেকুয়া উপজেলায় চেয়ারম্যান পদে মোহাম্মদ আশরাফুল ইসলামকে ভোট দেওয়া যাবে দোয়াত কলম প্রতীকে, এসএম গিয়াস উদ্দিনকে টেলিফোন, শাফায়াত আজিজ রাজুকে ঘোড়া, আবুল কাশেমকে মোটরসাইকেল এবং রুমানা আক্তারকে আনারস প্রতীকে ভোট দেয়া যাবে।
ভাইস চেয়ারম্যান পদে আজিজুল হকের মার্কা টিউবওয়েল, মমতাজুল ইসলামের চশমা, মাহাবুল করিমের তালা, মোহাম্মদ নাছির উদ্দিনের মাইক এবং শাহাব উদ্দিনের মার্কা উড়োজাহাজ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইয়াছমিন সুলতানাকে ভোট দিতে হলে খুঁজে নিতে হবে কলস প্রতীক, মোছাম্মৎ উম্মে কুলছুমের জন্য ফুটবল এবং রাজিয়া সোলতানার জন্য প্রজাপতি প্রতীক।
তথ্যসূত্র: সংগৃহীত
Leave a Reply